সুগন্ধি কাটারিভোগ চিড়া দিনাজপুরের জিআই (GI) পণ্য।
কাটারিভোগ দিনাজপুরের একটি প্রাচীন ধান, যা আর্যদের আগমনেরও আগে থেকে এই অঞ্চলে চাষ হয়ে আসছে বলে ধারণা করা হয়।
কিংবদন্তি আছে,দিনাজপুরের রাজা প্রাণনাথের বিরুদ্ধে দুর্নীতি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে রাজাকে ডেকে পাঠানো হয়েছিল মুঘল সম্রাট আওরঙ্গজেবের দরবারে। রাজা প্রাণনাথ সম্রাটের সঙ্গে দেখা করতে হীরা, পান্না, স্বর্ণমুদ্রা ছাড়াও কাটারিভোগ চিড়া সঙ্গে নিয়ে যান। সম্রাট হীরা, পান্না উপঢৌকন হিসেবে পেয়ে যতটা না খুশি হয়েছিলেন, তার চেয়ে বেশি খুশি হয়েছিলেন কাটারিভোগ চাল পেয়ে। এই খুশিতে সম্রাট প্রাণনাথকে ক্ষমা করে দিয়েছিলেন, সেই সাথে উপরি পাওনা হিসেবে প্রাণনাথকে ‘মহারাজা’ উপাধিতে ভূষিত করেন।

Reviews
There are no reviews yet.